বলিউড থেকে হলিউড, ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। কখনো ক্যামেরার সামনে শট দিচ্ছেন, কখনো জিমি ফ্যালনের শোতে হোলি খেলছেন, কখনো আবার সাক্ষাৎকার দিচ্ছেন গণমাধ্যমে। সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন মেরি ক্লেয়ার সাময়িকীকে। পত্রিকাটির সর্বশেষ সংস্করণে প্রকাশিত সাক্ষাৎকারে এই অভিনত্রী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এমনকি তিনি কীভাবে তাঁর চুলের যত্ন নেন সেটাও জানিয়েছেন। ডিএনএ ইন্ডিয়ার সৌজন্যে থাকছে সে আলাপচারিতার কিছু চম্বুক অংশ।
সাক্ষাৎকারে খোলামেলাভাবে বলেন, নিজের জীবনে ভালোবাসার উপস্থিতি নিয়ে মোটেও চিন্তিত নন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘সবার জীবনে একটা সময় ভালোবাসা আসে’, তাই সে সময়ের অপেক্ষায় রয়েছেন এই তারকা। প্রিয়াঙ্কা যোগ করেন, ‘ভালোবাসা খুঁজে বেড়ানোর মতো মানুষ আমি নই। আমি নিজে থেকে ঘটনা তৈরি করাতে বিশ্বাস করি না। ভাগ্য নিয়ন্ত্রিত বেশ কিছু ভালো মুহূর্তের মাধ্যমে আমার জীবন গঠিত হয়েছে। আমার মতে, এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই।’
টিভি ধারাবাহিক কোয়ান্টিকোর মাধ্যমে হলিউডে ক্যারিয়ার শুরু হলেও, বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেওয়াচ’ নিয়ে। এ সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি শুরু থেকেই বেওয়াচকে অনেক ভালোবাসি। সব মার্কিনিই স্বপ্ন দেখেছেন- স্নানের পোশাকে সুন্দর লোকজন, সৈকতে স্লো মোশনে দৌড়ানো। এটা আসলেই চমৎকার।’
জীবনে চলার পথে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এ তারকা। তাই নিজস্ব পদ্ধতি বের করে নিতে হয়েছে তাঁকে, বলেন, ‘আমি আমার নিজের পথ নিজেই খুঁজতে পছন্দ করি। আমার অভিভাবকরা সবসময় আমাকে উৎসাহ দিতেন। তাঁরা বলতেন, তুমি মানে তুমি। আমি মনে করি, আমার সহজাত সাহসিকতার অনুভূতি সেখান থেকেই এসেছে।’
বলিউড সম্পর্কে প্রথমে নিজের ধারণা ভিন্ন রকম ছিল, তবে কাজ করতে এসে সেই ধারণা পাল্টে যায় প্রিয়াঙ্কার। তিনি বলেন, ‘পড়ালেখা শেষ করে এখানে এলাম, এসেই মনে হলো, বাহ ভালো তো এখানে, সবাই কত সুন্দর। আপনি শুধু সুদৃশ্য পোশাক পরে কয়েকটা কথা বলবেন। পরে আমি অবাক হয়ে দেখেছিলাম, কাজ কতটা কষ্টের হতে পারে। আমি সেটে গিয়ে কাজ করতে করতে শিখেছি, পড়ে গিয়েছি, আবার উঠেছি, নিজের গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছি, সেখান থেকে শিখেছি, আবার পড়ে গেলে, পড়ে যাওয়ার কারণটাকে খুঁজে বের করতাম।’
এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন তাঁর পরম স্বপ্নের কথা। তিনি চান অনেক সন্তানের মা হতে। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি চাই অনেক সন্তান হোক আমার। আমি বাচ্চা পছন্দ করি, ভালোবাসি। আমি তাদের সঙ্গকে আসলে বয়স্কদের চেয়েও বেশি পছন্দ করি।’
প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ছবি ‘বেওয়াচ’ মুক্তি পাবে ২০১৭ সালের ২৬ মে।